চট্টগ্রামে করোনায় শনাক্তের হার কমেছে। গত ২৪ ঘণ্টায় ১৪০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছে ১৭ জন। শতকরা হিসেবে যা ১২.১৪ শতাংশ।
সোমবার (৩ আগস্ট) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে দুটি ল্যাবে ১৪০টি নমুনা পরীক্ষার কথা বলা হয়। এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৮৮টি এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৪৮টি নমুনা পরীক্ষা করা হয়।
বিআইটিআইডিতে ৯ জনের এবং চমেক ল্যাবে ৭ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৪টি নমুনা পরীক্ষা করে ১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।
আক্রান্ত ১৭ জনের মধ্যে ১৪ জন নগরের এবং ৩ জন উপজেলার। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১২ জন।
এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, বেসরকারি শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি এবং ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে পরীক্ষা বন্ধ ছিল।
জয়নিউজ