চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৬৮০ নমুনায় আরও ১১৯ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে ৮৫ জন নগরের ও ৩৪ জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে ১৪ হাজার ৬২৫ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় উপজেলা পর্যায়ে দুইজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২৩৬ জন। একইসময়ে ১২০ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৭১৫ জন।
বুধবার (৫ আগস্ট) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় সূত্র জয়নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, মঙ্গলবার বিআইটিআইডিতে ২১৬ জনের নমুনা পরীক্ষায় নগরের ১১ জনের ও উপজেলার ২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১২৫ জনের নমুনা পরীক্ষা করে নগরের ২০ ও উপজেলার ৩ জনের করোনা মিলেছে।
চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৩৯ জনের নমুনা পরীক্ষায় ৩৭ জনের করোনা মিলেছে; এর মধ্যে ১৩ জন নগরের ও ২৪ জন উপজেলার। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৫ জনের নমুনায় ২ জনের করোনা পজিটিভ এসেছে।
বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ১৮৫ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৪১ ও উপজেলার ৩ জনের করোনা পাওয়া গেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও শেভরণ ল্যাবে গতকাল নমুনা পরীক্ষা হয়নি।
উপজেলায় আক্রান্তদের মধ্যে বাঁশখালীর ৩, পটিয়ার ১, রাঙ্গুনিয়ার ১, রাউজানের ৮, ফটিকছড়ির ৯, হাটহাজারীর ৮, সীতাকুণ্ডের ১, মিরসরাইয়ের ২, সন্দ্বীপের ১ জন রয়েছেন।