লেবাননে বিস্ফোরণে নিহত ৭৮, ট্রাম্প বলছেন বোমা হামলা

লেবাননের রাজধানী বৈরুতের বন্দরের কাছে ভয়াবহ বিস্ফোরণে ৭৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ হাজার জনের আহত হয়েছে। খবর আল-জাজিরা।

- Advertisement -

লেবাননের প্রেসিডেন্ট মাইকেল আউন বলেছেন, দুই হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট ছয় বছর ধরে একটি গুদামে অনিরাপদভাবে সংরক্ষণ করে রাখা ছিল। সেখান থেকেই বিস্ফোরণ ঘটেছে।

- Advertisement -google news follower

বুধবার (৫ আগস্ট) মন্ত্রিসভার জরুরি বৈঠকে দুস’প্তাহব্যাপী জরুরি অবস্থা জারির ঘোষণা দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বৈরুতে শক্তিশালী ওই শক্তিশালী বিস্ফোরণে শহরজুড়ে আতঙ্ক তৈরি হয়। শহরের বাসিন্দারা বলেছেন, বিস্ফোরণে তাদের শহরটি ভূমিকম্পের মতো কেপে ওঠে।

- Advertisement -islamibank

দেশটির স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাছান জানান, প্রাথমিক হিসাবে ৭৮ জন নিহত ও ৪ হাজার আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা বাড়তে পারে।

এদিকে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বৈরুতে যে ধরনের বিস্ফোরণ ঘটেছে, তা হামলার ঘটনা। সেখানে কোনো ধরনের বোমা বিস্ফোরণ হয়েছে।

জয়নিউজ/পিডি

 

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM