বোয়ালখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৭

বোয়ালখালীতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৭ পোশাক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

- Advertisement -

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

- Advertisement -google news follower

আহতরা হলেন- বোয়ালখালীর ইউনুচ ড্রাইভারের ছেলে মো. শফিক (২৬), ফজলুর কাদেরের ছেলে মো. কাইয়ুম (২৪), মো.মোক্তার হোসেনের স্ত্রী নাহিদ ফারজানা (২৭) ও ফুলতলার আজিজুল হকের স্ত্রী নাজনীন আক্তার (২০), রাউজানের নোয়াপাড়ার প্রবীণ বড়ুয়ার ছেলে রুকন বড়ুয়া (২১), নজরুল ইসলামের স্ত্রী রুনা আক্তার (২০) ও ফরহাদ হোসেনের স্ত্রী পলি আক্তার।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জয়নিউজকে বলেন, কেডিএস গ্রুপের পোশাক শ্রমিকবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাদে পড়ে উল্টে যায়। এতে ৭ জন পোশাক শ্রমিক গুরুতর আহত হন। হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

- Advertisement -islamibank

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM