শেখ হাসিনার নামেই পদ্মা সেতু: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর নামকরণ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা বারবার বলেছেন, পদ্মা নদীর নামেই সেতুর নাম হবে। পার্লামেন্টের সদস্যরা, বাইরের জনমতও একই।

- Advertisement -

শনিবার (২৯ সেপ্টেম্বর) মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের সেতু প্রকল্প এলাকায় তিনি এসব কথা বলেন।

- Advertisement -google news follower

সেতুমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক পদ্মা সেতু থেকে সরে যাওয়ার পর নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণের সাহস দেখান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এ সাহসকে সম্মান, তার একক সাহসের সোনালি ফসল পদ্মা সেতু দৃশ্যমান। তার একক অবদানে এই সেতু নির্মিত হচ্ছে। ৬.১৫ কিলোমিটার পদ্মা সেতুর তাই ‘শেখ হাসিনা পদ্মা সেতু’ নামকরণের সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, ৩১ হাজার কোটি টাকা ব্যয়ে নিজস্ব ফান্ডে সেতু নির্মিত হচ্ছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জনমতের প্রতিফলন ঘটাতে চায়। সেতুর নামকরণ বিষয়ে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন থেকে বহু চিঠিপত্র আসে। সবার অভিমত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামেই এই সেতুর নামকরণ হোক।

- Advertisement -islamibank

তিনি জানান, পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি ৫৯ শতাংশ ও মূল সেতুর অগ্রগতি ৭০ শতাংশ।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM