চলতি মাসেই একটি বর্ষাকালীন নিম্নচাপের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে এ মাসে বৃষ্টিপাত স্বাভাবিকই থাকবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
শুক্রবার (৭ আগস্ট) এ তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অফিস জানায়, চলতি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা আছে। আর উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে চলা বন্যা চলতি মাসের মাঝামাঝি সময়ে স্বাভাবিক হতে পারে। তবে মাসের শেষ দিকে মৌসুমি ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে ।
তথ্যমতে, চলতি মাসে সবচেয়ে বেশিদিন (২৬ দিন) বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সিলেট বিভাগে। এছাড়া চট্টগ্রামে ২৩ দিন, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগে ২০ দিন করে, রাজশাহীতে ১৮ দিন, রংপুরে ২১ দিন এবং বরিশাল বিভাগে ২২ দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।