ভারতের কেরালায় অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেছে একটি যাত্রীবাহী বিমান। স্থানীয় সময় শুক্রবার (৭ আগস্ট) রাত ৭টা ৪০ মিনিটের দিকে খোজিকোদ আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানটি এই দুর্ঘটনার কবলে পড়ে।
রাজ্যে বিজেপির এমপি কেজে আলফোনস এনডিটিভি অনলাইনকে জানিয়েছেন, বিমানটিতে ১৯১ জন আরোহী ছিলেন। এদের মধ্যে যাত্রী ছিলেন ১৮৪ জন। পাইলটদের মধ্যে এক জন নিহত হয়েছেন। অনেক যাত্রী আহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায়নি। উদ্ধার তৎপরতা চলছে। প্রাথমিকভাবে পাওয়া দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, বিমানটি দুই টুকরা হয়ে গেছে। রানওয়েতে দুর্ঘটনাকবলিত বিমানটির বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে আছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দুর্ঘটনার সময় প্রবল বৃষ্টিপাত হচ্ছিল। বিমানে থাকা অনেক যাত্রী আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।