কেরালায় বিমান দুর্ঘটনায় পাইলটসহ নিহত ২০

ভারতের কেরালার কোঝিকোড়ে ঘটা বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত ২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে পাইলট ক্যাপ্টেন দীপক ভাসান্ত ও ক্যাপ্টেন আখিলেশ কুমারও রয়েছেন।

- Advertisement -

স্থানীয় সময় শুক্রবার (৭ আগস্ট) রাত ৭টা ৪০ মিনিটে কেরালার কোঝিকোড় বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের যাত্রীবাহী বিমানটি। সেটি পাশের জমিতে পড়ে দ্বিখণ্ডিত হয়ে যায়। অবশ্য অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি।

- Advertisement -google news follower

বিমানটিতে ১৯১ জন যাত্রী ছিলেন। তার মধ্যে ১০ শিশুও ছিল। এছাড়া ছিলেন ২ জন পাইলট এবং ৫ জন কেবিন ক্রু। বিমানটি দুবাই থেকে ফিরেছিল। ২০ জন নিহত হওয়ার পাশাপাশি ১৪০ জন আহত হয়েছে। তার মধ্যে গুরুতর আহত ১২৩ জন। তাদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। ইতোমধ্যে উদ্ধারকাজ শেষ হয়েছে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM