সীতাকুণ্ডের মাদামবিবিরহাট এলাকা থেকে চোরাই সেগুন কাঠসহ একটি কাভার্ডভ্যান আটক করেছে উত্তর বন বিভাগ।
শনিবার (৮ আগস্ট) ভোরে ফৌজদারহাট বিট-কাম-চেক স্টেশনের বন কর্মকর্তারা তিনশ ঘনফুট সেগুনকাঠ বোঝায় কাভার্ডভ্যানটি আটক করে।
জানা গেছে, চট্টগ্রাম শহর থেকে চোরাই সেগুন কাঠ বোঝায় করে ঢাকার দিকে যাচ্ছিল একটি কাভার্ডভ্যান। গোপন সংবাদে অভিযান চালালে কাঠবোঝাই কাভার্ডভ্যানটি দ্রুত গতিতে পালিয়ে যেতে থাকে। একপর্যায়ে বন কর্মকর্তারা কাভার্ডভ্যানের পেছনে ধাওয়া করে কদমরসুল এলাকায় গিয়ে আটক করে। এরপর গাড়িটি মাদামবিবিরহাট ফরেস্ট অফিসে নিয়ে আসে।
এ বিষয়ে বন আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ফৌজদারহাট বিট-কাম-চেক স্টেশনের স্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ।