নিউজিল্যান্ডে অনুষ্ঠাতব্য আইসিসির ২০২১ সালের নারী ক্রিকেট বিশ্বকাপ ২০২২ সালের মার্চ পর্যন্ত স্থগিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
শুক্রবার (৭ আগস্ট) আইসিসি তাদের ওয়েবসাইটে এ তথ্য জানান।
আইসিসির প্রধান নির্বাহী মনু সাউনি জানিয়েছেন, আমরা আরো ভাল প্রস্তুতি নিয়ে একটি প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট আয়োজনের করার জন্য বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বিশ্বকাপে সরাসরি পাঁচটি দল খেলবে আর বাছাইপর্ব শেষে চূড়ান্ত আরো তিনটি দল টুর্নামেন্টে অংশ নিবে।
উল্লেখ্য, করোনা পরিস্থিতির জন্য এ বছরের শুরুর দিকে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ হওয়ার পর আর কোনো নারীর আন্তর্জাতিক ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়নি।