চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, শ্রীকৃষ্ণ আজীবন শান্তি ও মানবকল্যাণের আরাধনা করেছেন। সমাজ থেকে অন্যায়, অবিচার, অত্যাচার, নির্যাতন, জুলুম ও হানাহানি দূর করে মানুষে-মানুষে অকৃত্রিম ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই ছিল শ্রীকৃষ্ণের মূল দর্শন।
শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সোমবার ( ১০ আগস্ট) এক বার্তায় তিনি এসব কথা বলেন।
চসিক প্রশাসক বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের ঐতিহ্য। আবহমান কাল থেকে এ দেশের সকল ধর্মের অনুসারীরা পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করে আসছে। এ ঐতিহ্য আমাদের অক্ষুণ্ন রাখতে হবে। তিনি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।