নগরের পাহাড়তলীর মৌসুমী আবাসিক এলাকায় র্যাব-৭ এর জালে ধরা পড়ল ভুয়া ডাক্তার ও ওষুধ ব্যবসায়ী। এসময় মেয়াদোত্তীর্ণ ও আমদানি নিষিদ্ধ ওষুধও জব্দ করা হয়।
আটককৃত ব্যবসায়ী রামজীবন সাহা ও আরজে সাহা (জীবন) (৫০) নগরের নয়াবাজার মধ্যম রামপুর মোস্তফা পোর্ট সিটি এলাকার রবীন্দ্রনাথ সাহার ছেলে।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে মেসার্স সাহা ফার্মেসির মালিক রামজীবন সাহা দোকানের ভিতর বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও আমদানি নিষিদ্ধ ওষুধ বিক্রি করে আসছিল। একইসঙ্গে আরজে সাহা (জীবন) নিজেকে এমবিএস ডাক্তার পরিচয় দিয়ে লোকজনের সঙ্গে প্রতারণা করে আসছিল।
পরবর্তীতে র্যাব গোপন সংবাদের মাধ্যমে সোমবার (১০ আগস্ট) রাতে ওই এলাকায় অভিযান চালায়। দোকান তল্লাশি করে ৪ হাজার ৮৮৩ পিস মেয়াদোত্তীর্ণ ও আমদানি নিষিদ্ধ বিভিন্ন প্রকার ট্যাবলেট ও ১৫৭ টি সিরাপসহ তাদের আটক করা হয়।
পরে আটক ব্যবসায়ী, ভুয়া ডাক্তার ও ওষুধসহ পাহাড়তলী থানায় পুলিশের কাছে হস্তান্তর করে।