চট্টগ্রামে আবারও বাড়তে শুরু করছে প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ৮২৫ নমুনায় ১৪৯ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে ৯৬ জন নগরের ও ৫৩ জন বিভিন্ন উপজেলার। গতকাল মঙ্গলবার ৬৯২ নমুনায় ১১৮ জন করোনা রোগী শনাক্তের তথ্য জানিয়েছিল সিভিল সার্জন অফিস।
এ নিয়ে চট্টগ্রামে ১৫ হাজার ৪৯১ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে কেউ করোনায় মারা যাননি। এ পর্যন্ত মারা গেছেন ২৪৬ জন। একইসময়ে ৬৫ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ হাজার ৩১০ জন।
বুধবার (১২ আগস্ট) সকালে চট্টগ্রামের সিভিল সার্জনের কার্যালয় সূত্র জয়নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২৯ জনের নমুনা পরীক্ষা করে ৩৭ জনের করোনা মিলেছে। এর মধ্যে ৯ জন নগরের ও ২৮ জন উপজেলার বাসিন্দা। বিআইটিআইডিতে ২১৮ জনের নমুনা পরীক্ষায় নগরের ২৮ জনের ও উপজেলার ৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৬২ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১৫ ও উপজেলার ১১ জনের করোনা মিলেছে। চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৩২ জনের নমুনা পরীক্ষায় নগরের ৪ ও উপজেলার ৫ জনের করোনা মিলেছে। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৮ জনের নমুনা পরীক্ষা করে একজনের করোনা পাওয়া গেছে।
বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১২০ জনের নমুনা পরীক্ষা করে নগরের ২৪ ও উপজেলার ২ জনের করোনা মিলেছে। শেভরণ ল্যাবে ৫৬ জনের নমুনা পরীক্ষায় নগরের ১৬ ও উপজেলার ২ জনের করোনা মিলেছে।
উপজেলায় আক্রান্তদের মধ্যে বাঁশখালীতে ১, আনোয়ারায় ২, পটিয়ায় ২, বোয়ালখালীতে ৬, রাঙ্গুনিয়ায় ৪, রাউজানে ৮, ফটিকছড়িতে ১০, হাটহাজারীতে ১১, সন্দ্বীপে ৪, মিরসরাইয়ে ২ ও সীতাকুণ্ডে ৩ জন রয়েছেন।