সাংবাদিকের আক্রমণাত্মক প্রশ্নে হকচকিয়ে গেলেন ট্রাম্প

নির্বাচনের আর মাত্র তিন মাস বাকি, এ অবস্থায় কঠিন এক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ভরা মজলিসে যেন বোমা ফাটালেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন সাংবাদিক এস ভি ডাটে।

- Advertisement -

প্রেসিডেন্ট ট্রাম্প তখন সবে নিয়মিত ব্রিফিং শেষ করে সাংবাদিকদের প্রশ্ন নিতে শুরু করেছেন। শুরুতেই ধাক্কা।

- Advertisement -google news follower

সাংবাদিক এস ভি ডাটে প্রশ্ন করলেন— ‘‘এই যে সাড়ে তিন বছর ধরে (হোয়াইট হাউসে আসা ইস্তক) দেশের মানুষের সঙ্গে লাগাতার মিথ্যাচার করে আসছেন, সেজন্য আপনার অনুশোচনা হয়নি?’’

প্রশ্ন শুনে কয়েক সেকেন্ডের জন্য হকচকিয়ে গেলেন ট্রাম্প। এরপরেই ফিরলেন স্বমেজাজে। যেন প্রশ্নটা ধরতেই পারেননি! পাল্টা ওই সাংবাদিককেই প্রশ্ন ছুড়লেন— ‘‘কিসের কথা বলছেন?’’

- Advertisement -islamibank

একটুও ঘাবড়ে না-গিয়ে ডাটে বললেন— ‘‘এই যে নাগাড়ে মিথ্যে প্রতিশ্রুতি, দেশের মানুষের সঙ্গে অসৎ আচরণ!’’

ধৈর্য ধরে শুনলেন ট্রাম্প। তবু যেন পুরোটা বুঝলেন না। আবার পাল্টা ট্রাম্পের— ‘‘কার কথা বলছেন? কে করেছে মিথ্যাচার?’’

ডাটে তখনও অবিচল। ট্রাম্পের চোখে চোখ রেখেই বললেন, ‘‘আপনার কথাই বলছি। এত মিথ্যের পরেও অনুতাপ হয় না আপনার? খারাপ লাগে না!’’

ব্যস, এখানেই শেষ। বিব্রত ট্রাম্প সরাসরি ডাটেকে এড়িয়ে সপ্রশ্ন আঙুল তুললেন পরবর্তী সাংবাদিকদের দিকে। প্রেসিডেন্টের শরীরী ভাষাতেই স্পষ্ট, এমন ‘অবান্তর’ প্রশ্নের উত্তর দিতে রাজি নন তিনি।

তবে ট্রাম্পের এই আচরণে বিস্মিত হননি সাংবাদিক ডাটে। তিনি বলেন, আবার সুযোগ হলে এই প্রশ্নেরই উত্তর চাইবো প্রেসিডেন্টের কাছে।

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM