পটিয়ায় ইউএনও উপমার স্থলাভিষিক্ত হলেন ফয়সাল

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে বেশ পরিচিত ফারহানা জাহান উপমার স্থলাভিষিক্ত হলেন মো. ফয়সাল আহমেদ ।

- Advertisement -

রোববার (১৬ আগস্ট) দুপুরের দিকে ফয়সাল ইউএনও হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

- Advertisement -google news follower

ফয়সাল আহমেদ ইউএনও হিসেবে যোগদানের পরপরই বিদায়ী ইউএনও ফারহানা জাহান উপমার ফুল দিয়ে বরণ করে নেন। এর পরপরই পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী ও পটিয়ার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা ফুলেল শুভেচ্ছা জানান।

জানা যায়, গত ৩০ জুলাই চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার শঙ্কর রঞ্জন সাহা স্বাক্ষরিত চট্টগ্রাম বিভাগের ছয়জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলির আদেশ জারি করেন। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা থেকে আসছেন। তিনি ৩১তম বিসিএস (প্রশাসন) ক্যাডার হিসেবে অন্তর্ভুক্ত হয়ে ২০১৩ সালে কর্মজীবনে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন।

- Advertisement -islamibank

দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন, পূর্বের ইউএনও’র সুচিত কাজের ধারাবাহিকতা বজায় রেখে তিনি কাজ করতে চান। পটিয়া উপজেলাকে নতুন রূপে সাজানোর স্বপ্নের কথাও জানান নবাগত ইউএনও ফয়সাল আহমেদ।

জয়নিউজ/কাউছার/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM