অল্প কিছুদিন আগেও হাটহাজারীর সোনাইছড়ি ত্রিপুরপল্লীতে হামের ঘটনা সবাইকে নাড়া দিয়েছিলো। ওদের দেখতে সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা হতে শুরু করে সরকারের মন্ত্রী, স্থানীয় এমপি, জেলা প্রশাসকসহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের পদচারণায় মুখরিত ছিলো ত্রিপুরপল্লী এলাকা। পদচারণা এতোই বেড়ে গিয়েছিলো যে ভাঙা রাম্তাকে উপক্ষো করে তারা সেখানে গিয়েছিল।
বন ও পরিবেশ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ স্থানীয় চেয়ারম্যানসহ ইউএনও’দের উপর ক্ষোভ প্রকাশ করে এলাকার জনসাধারণ ও ছাত্রছাত্রীদের যাতায়াতের দুর্ভোগ দেখে রাস্তাটি দ্রুত সংস্কারের আদেশ দেন।
স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের সময় আসলে নেতারা বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দিয়ে যান। আর নির্বাচিত হওয়ার পর এলাকায় আসেন না উনারা। রাস্তাটা এতো ভাঙ্গা যে সিএনজি তে করে যাওয়ার উপায় নেই।
পাঠিয়েছেন:
জাবেদ হাসনাত, আহ্বায়ক।
জয়নিউজ পাঠক ফোরাম, হাটহাজারী থানা