ওয়ার্কার্স পার্টির সন্ত্রাসবিরোধী দিবসে প্রতিবাদ সমাবেশ

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন হত্যা প্রচেষ্টার ২৮তম বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে সন্ত্রাসবিরোধী দিবসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টায় নগরের দোস্ত বিল্ডিং কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলার সভাপতি কমরেড অ্যাডভোকেট আবু হানিফ সভাপতিত্ব করেন।

- Advertisement -google news follower

তিনি বলেন, ২৮ বছর পার হয়ে গেলেও আজ পর্যন্ত এই হত্যাচেষ্টার বিচার হয়নি। বিএনপি সরকার ও সেসময়ের প্রধানমন্ত্রী খালেদা জিয়া জনরোষ ও প্রতিবাদের মুখে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আততায়ী ও ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে বিচারের প্রতিশ্রুতি দিলেও সেই বিচার আজও হয়নি।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিদারুল আলম চৌধুরী, মোক্তার আহমদ, আবু সৈয়দ বলাই ও অধ্যাপক শিবু দাশ।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM