চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এর ফলে বেড়ে চলেছে সাধারণ মানুষের আতঙ্ক। গত ২৪ ঘণ্টায় ৮২২টি নমুনা পরীক্ষায় আরও ১২৮ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে নগরের ১০৩ ও উপজেলার ২৫ জন।
এছাড়া একইসময়ে নগরে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মারা গেছেন ২৫৩ জন। গত ২৪ ঘণ্টায় ৬৭ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৭০ জন।
মঙ্গলবার (১৮ আগস্ট) গত ২৪ ঘণ্টার তথ্য জয়নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
বিআইটিআইডি’র ল্যাব
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ল্যাবে ২৮০টি নমুনা পরীক্ষায় ৪৬ জনের করোনা পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে নগরের ৪৪ জন ও উপজেলার ২ জন।
চমেক ল্যাব
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১৭৮টি নমুনা পরীক্ষায় ২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ২২ জন নগরের ও ৬ জন উপজেলার বাসিন্দা।
সিভাসু’র ল্যাব
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ল্যাবে ৪৬টি নমুনা পরীক্ষায় নগরের ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
চবি ল্যাব
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ল্যাবে ১৫০টি নমুনায় পরীক্ষায় ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৯ জন নগরের ও উপজেলার ১৫ জন।
ইম্পেরিয়াল ল্যাব
বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ১৫৬টি নমুনা পরীক্ষায় ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৮ জন নগরের ও ১ জন উপজেলার বাসিন্দা।
কমেক ল্যাব
কক্সবাজার মেডিকেল কলেজ (কমেক) ল্যাবে চট্টগ্রামের ১২টি নমুনা পরীক্ষায় কারো করোনা শনাক্ত হয়নি।
উপজেলায় আক্রান্তদের মধ্যে আনোয়ারার ১ জন, পটিয়ার ২ জন, বোয়ালখালীতে ৩ জন, রাউজানে ১ জন, ফটিকছড়িতে ৬ জন, হাটহাজারীতে ৩ জন ও সীতাকুণ্ডে ২ জন রয়েছেন।
প্রসঙ্গত, এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা রোগীর সংখ্যা ১৫ হাজার ৯৬৫ জন। মোট মৃত্যুবরণ করেছেন ২৫৩ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৭৯ জন।
গতকাল সোমবার চট্টগ্রামে করোনায় সংক্রমিত ৩৬ জন শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল সিভিল সার্জন অফিস। আর মারা গিয়েছিলেন ১ জন।