করোনা সংক্রমণ রোধে চরপাথরঘাটা ইউনিয়ন সামাজিক সংগঠন সমন্বয় পরিষদের উদ্যোগে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ( ১৮ আগস্ট) এসব ওষুধ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি।
সভায় প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ করোনাভাইরাস মহামারির শুরু থেকেই যেভাবে শক্ত হাতে মোকাবিলা করেছেন, তার নির্দেশনা মেনেই সারা বাংলাদেশে কর্মীরা এখন মাঠে কাজ করছে। চরপাথরঘাটার এই স্বাস্থ্যসেবা সারাদেশের জন্য মডেল হয়ে থাকবে। সাধারণ মানুষের চিকিৎসাসেবা বঞ্চিত রেখে করোনা মোকাবিলা সম্ভব নয়। তিনি অসহায় গরীব মানুষের পাশে প্রতিটি সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান।
স্বাস্থ্যসেবার সমন্বয়ক মহিউদ্দিন মন্জুর সন্ঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এবং সামাজিক সংগঠন সমন্বয় পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ।
সভায় বিশেষ অতিথি ছিলেন স্বর্ণালী গ্রুপের এমডি কামাল উদ্দীন আহমদ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন সংগঠনের সচিব মুহাম্মদ সেলিম হক, আলী হায়দার, ডা. গিয়াস উদ্দীন ফয়সল, সেলিম খানঁ, মোক্তার হোসেন, সাজ্জাদ সাজিদ, সাইদ হোসেন রিমন, গোলাম মোস্তফা, মোরশেদ আলম পাপ্পু, জাফর আহমদ আরিফ, আজগর আলী পাপ্পু, আনোয়ার হোসেন, রুবেল হোসেন, ইসমাইল, ইমরান, মনসূর, ইকবাল, কেআই রনি রাসেল রাইন, জেএস মামুন ও আব্দুল আল আবিদ।