রিকশায় চড়ে ভোট দিতে গেলেন অর্থমন্ত্রী

সিলেট নগরের বন্দরবাজারের দুর্গা কুমার সরকারি পাঠশালা কেন্দ্রে ভোট দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সোমবার (৩০ জুলাই) বেলা ১১টায় পরিবারের সদস্যদের নিয়ে ওই কেন্দ্রে ভোট দেন তিনি।

- Advertisement -

এ সময় তার ছোটভাই জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেনও ছিলেন।

- Advertisement -google news follower

ভোট দিয়ে সাংবাদিকদের অর্থমন্ত্রী বলেন, ভোট ভালোই হচ্ছে। কোথাও কোনো সমস্যা হচ্ছে না।

বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর অভিযোগ, তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া হচ্ছে। এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, বিএনপির কোনো লোক নেই। তারা এজেন্ট দিতে লোক পায়নি। এখন উল্টো বলছে, এজেন্টদের বের করে দেয়া হচ্ছে। এটা মিথ্যাচার।

- Advertisement -islamibank

মন্ত্রী আরও বলেন, আমি নৌকায় ভোট দিয়েছি। নৌকা এবার জয়ী হবে। সরকার সিলেটে বিপুল উন্নয়ন করেছে।

সাংবাদিকদের এ সময় মন্ত্রী বলেন, আগামী জাতীয় নির্বাচনে সিলেট-১ আসন থেকে আমি নির্বাচন না করলে দল মনোনয়ন দিলে আমার ছোটভাই মোমেন নির্বাচন করবে।
মন্ত্রী আজ দুপুরেই হেলিকপ্টারযাগে সিলেট ত্যাগ করবেন বলে জানা গেছে।

জয়নিউজবিডি/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM