‘অপর কে জানান, জীবন বাঁচান’এমন প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (২৯ সেপ্টেম্বর) লক্ষ্মীপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সদর হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ যোবায়ের হোসেন।
বিশেষ অতিথি ছিলেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আনোয়ার হোসেন, ডাঃ আবদুল্লা জাহিদ খাঁন, মেডিকেল অফিসার আমেনা বেগম, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।
এসময় জলাতঙ্ক রোগ থেকে মানুষকে বাঁচাতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার আহবান জানান। এসময় স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
জয়নিউজ/জুলফিকার