তামাকজাত দ্রব্য প্রদর্শন করায় মীনা বাজারকে জরিমানা

তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও ভেন্ডিং মেশিন স্থাপন করায় নগরের ২নং গেটের চেইন শপ মীনা বাজারে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদলত।

- Advertisement -

শুক্রবার (২১ আগস্ট) এ অভিযানে পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান ও মো. জিল্লুর রহমান।

- Advertisement -google news follower

এসময় মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে সিভিল সার্জন অফিসের মেডিকেল কর্মকর্তা ডা. ওয়াজেদ চৌধুরী অভি উপস্থিত ছিলেন।

ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান ও আলী হাসান জানান, মীনা বাজারে বেনসন কোম্পানির সিগারেটের জন্য আলাদা প্রদর্শন কর্ণার রয়েছে। সেখানে বেনসন কোম্পানির দেওয়া বিজ্ঞাপনের জন্য ডিসপ্লে মেশিনের মধ্যেই সিগারেটের প্রদর্শন হচ্ছে। এছাড়াও সেখানে ভেন্ডিং মেশিন সাদৃশ্য মেশিন দেখা গেছে। তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও ভেন্ডিং মেশিন স্থাপনে নিষেধাজ্ঞা না মানার কারণে মীনা বাজারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

- Advertisement -islamibank

পরে নগরের শাহ আমানত ব্রিজ সংলগ্ন বাস টার্মিনালের গণপরিবহনে স্বাস্থ্যবিধি না মানায় এস আলম পরিবহনের একটি বাস, রিলাক্স পরিবহনের একটি বাস, আরকানাইজ স্পেশাল সার্ভিসের একটি বাসকে স্বাস্থ্যবিধি না মানায় দুই বাসকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM