শট সার্কিটের আগুনে পুড়ে গেল পূরবী বার্মিজ মাকের্ট

বান্দরবানে বিদ্যুতের শট সার্কিটের আগুনে পূরবী বার্মিজ মার্কেট সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে প্রায় চার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

- Advertisement -

শুক্রবার (২১ আগস্ট) বিকালে চারটায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্তরা জানায়, বান্দরবান বাজারের পূরবী বার্মিজ মার্কেটে বিদ্যুতের শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে মুহুর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে মার্কেটের একটি ওষুধের দোকানসহ বার্মিজ ও স্থানীয় ঐতিহ্যবাহী পাহাড়ি পোশাকসহ বিভিন্ন জিনিসপত্রের ২৪টি দোকান।

এছাড়া আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে পার্শ্ববর্তী মাস্টার বার্মিজ মাকের্ট এবং আশপাশের বেশকিছু ঘরবাড়ি।

- Advertisement -islamibank

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও সেনাবাহিনী, পুলিশ এবং স্থানীয় জনতা দীর্ঘ দু’ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শী পার্শ্ববর্তী মার্কেটের সত্বাধীকারী জলিমং মারমা জয়নিউজকে বলেন, পূরবী মার্কেটের পশ্চিমপাশের কর্নারের দোকান থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। আগুনে মার্কেটের সবগুলো দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। পার্শ্ববর্তী আমাদের মাস্টার মার্কেটেরও বেশকিছু ক্ষতিগ্রস্ত হয়েছে।

পূরবী মার্কেটের স্বত্তাধিকারী রাজেস্বর দাশ জয়নিউজকে বলেন, আগুনের খবর পেয়ে ছুটে এসে দেখি সম্পূর্ণ মার্কেটটি পুড়ে গেছে। মার্কেটে ২৪টি বিভিন্ন পণ্যের দোকান ছিল। অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত করতে বলতে পারছি না। ক্ষয়ক্ষতির পরিমাণ চার কোটি টাকা ছাড়িয়ে যাবে ধারণা।

মার্কেটের ক্ষতিগ্রস্ত দোকানদার মো. মিলন জয়নিউজকে বলেন, মার্কেটে আমাদের টেক্সটাইল পোশার দুটি দোকান ছিল। মুহুর্তে আগুন মার্কেটে ছড়িয়ে পড়ায় দোকানের কোনো মালামালই বের করতে পারিনি। করোনারভাইরাসের কারণে দীর্ঘদিন মার্কেটের সবগুলো দোকান বন্ধ ছিলো।

পৌর মেয়র মো. ইসলাম বেবী জয়নিউজকে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি একটি দুর্ঘটনা। আগুনে মার্কেটের ২৪টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ, পৌরসভার স্বেচ্ছাসেবকসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুনে নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে। তবে কোনো প্রাণহানীর ঘটনা নি।

বান্দরবান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা সাকরিয়া হায়দার জয়নিউজকে বলেন, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিয়টের কর্মীরা স্থানীয় সেনাবাহিনী, পুলিশ, স্বেচ্ছাসেবকদের সহযোগীতায় দু’ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে। বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এ মুহুর্তে বলা সম্ভব নয়।

জয়নিউজ/আলাউদ্দীন/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM