আমেরিকায় রাজনৈতিক আশ্রয় প্রার্থনা সিনহার

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা মার্কিন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। কিন্তু তার আবেদনের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। শনিবার (২৯ সেপ্টেম্বর) ওয়াশিংটনে নিজের লেখা আত্মজীবনীমূলক গ্রন্থ ‘অ্যা ব্রোকেন ড্রিম’ এর প্রকাশনা উৎসবে তিনি এ তথ্য জানান।

- Advertisement -

বিচারপতি সিনহা বলেন, আমি এখনো একজন রিফিউজি। ভিসার মেয়াদ শেষ হয়ে এসেছে। যুক্তরাজ্যের হাউস অব কমন্সে বক্তৃতা করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু সেখানে যেতে পারছি না। জেনেভা এবং ইউরোপীয় ইউনিয়নের আমন্ত্রণেও সাড়া দিতে পারছি না।

- Advertisement -google news follower

তিনি তার ভিসা এবং আশ্রয়ের ব্যাপারে স্থানীয় কর্তৃপক্ষের সহায়তা চান।

সিনহা জানান, বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা এবং বিচার ব্যবস্থা নিয়ে তার নিজের যে লক্ষ্য এবং দায়িত্ব পাওয়ার পর তার যে অভিজ্ঞতা হয়েছে, তারই বিবরণ এই বই। বইটি প্রকাশের ক্ষেত্রে তিনি কারও কাছ থেকে কোনো ধরনের সহায়তা পাননি। বইটি প্রকাশের জন্য কেউ বিনিয়োগ করতে রাজি হয়নি, এমনকি প্রকাশকও পাননি তিনি।

- Advertisement -islamibank

নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বই প্রকাশের পেছনে কাদের সহায়তা আছে তা খুঁজে দেখতে বলেছেন। এর প্রেক্ষিতে বিচারপতি সিনহা বলেন, আমি একটি বই লিখেছি, সেই বই প্রকাশের ক্ষেত্রে যদি কেউ ভূমিকা রাখেন, কেউ যদি সহায়তা করেন- সেটি কি অপরাধ?

বই প্রকাশে কেউ অর্থের যোগান দিয়েছে কি-না এমন অভিযোগের ব্যাপারে তিনি বলেন, আমার বই প্রকাশ করেছে আমাজন। আপনি কি মনে করেন আমাজন টাকা নিয়ে বই প্রকাশ করেছে?
তিনি জানান, টাকার অভাবে ভালো পেশাদার কোনো সম্পাদককে দিয়ে বইটি সম্পাদনা করাতে পারিনি। অনেক ভুল থেকে গেছে।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ