জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রাম মহানগর মুক্তিযুদ্ধ মঞ্চ মানববন্ধন ও মিছিল করেছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন মহানগর মুক্তিযুদ্ধ মঞ্চ– কোতোয়ালি থানা শাখার সাধারণ সম্পাদক রুবেল দত্ত। সঞ্চালনা করেন খুলশী থানা শাখার সভাপতি ফয়সাল আহমেদ।
এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. তামজিদ কামরান, সাংগঠনিক সম্পাদক আদিত্য দাশ জয়, বাকলিয়া থানা সাধারণ সম্পাদক শাকিল আরিফ, চকবাজার থানা সাধারণ সম্পাদক শুভ চৌধুরী, চান্দঁগাও থানা সভাপতি মো. মোমিন।
চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা মঞ্চের সাধারণ সম্পাদক মো. তামজিদ কামরান বলেন, দেশের সূর্য সন্তানদের উপর হামলায় জাতি আজ ব্যথিত। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আকবর শাহ থানা সভাপতি গাজী সোহেল, কোতোয়ালি থানা সভাপতি ইরফান দোভাষ, সদরঘাট থানা সভাপতি নিলয় চৌধুরী, সদরঘাট থানা সাধারণ সম্পাদক হাসান বিন ইব্রাহিম, পাহাড়তলী থানা সভাপতি ফয়েজুল আকবর, চকবাজার থানা সভাপতি আকলাস উদ্দীন আরমান, চান্দঁগাও থানা সাধারণ সম্পাদক রেজাউল করিম, সামাদ রহমান, সৌমিত্র ভট্টাচার্য, অরিত্র চৌধুরী ও রিয়াজ উদ্দীন দীপ্ত দাশসহ প্রমুখ।
এতে বক্তারা মুক্তিযুদ্ধের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারপূর্বক শাস্তির আওতায় আনার জোর দাবি জানায়। অন্যথায় তারা আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন। মানববন্ধন শেষে তারা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করেন।
এর আগে সোমবার রাতে মুক্তিযোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে গণমাধ্যমে গোলাম রসূল নিশান ও তামজিদ কামরান স্বাক্ষরিত লিখিত বিবৃতি দিয়ে প্রতিবাদ জানায় চট্টগ্রাম মহানগর মুক্তিযুদ্ধ মঞ্চ।