নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও চসিক নির্বাচনে মেয়রপ্রার্থী এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, অসাম্প্রদায়িক চেতনার উর্বর ভূমি হচ্ছে চট্টগ্রাম। এখানে জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে যার যার ধর্মীয় উৎসব সার্বজনীন উৎসব হিসেবে অন্তরে ধারণ করে পালন করে আসছে।
বুধবার (২৬ আগস্ট) পুণ্ডরীকধামে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) চট্টগ্রাম আয়োজিত রাধাষ্টমীর উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এতে আশির্বাদক ছিলেন ইসকন জিবিসি ও দীক্ষাগুরু শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ, ইসকন জিবিসি ভারতের মায়াপুরের শ্রীল ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, ইসকন বাংলাদেশের সহসভাপতি শ্রীল ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ, ইসকন জিবিসি প্রতিনিধি নাড়ু গোপাল দাস ও ইসকন বাংলাদেশের যুগ্ম সম্পাদক জগৎগুরু গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী।
রাধাষ্টমী উৎসবে সভাপতিত্ব করেন পুণ্ডরীক ধামের অধ্যক্ষ ও চট্টগ্রাম ইসকনের বিভাগীয় সম্পাদক চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুণ্ডরীক বিদ্যানিধি স্মৃতি সংসদ সভাপতি প্রফুল্ল রঞ্জন সিংহ, হবিগঞ্জ ইসকন মন্দিরের অধ্যক্ষ উদার্য গৌর দাস ব্রহ্মচারী, সিলেট ইসকন মন্দিরের সাধারণ সম্পাদক ভাগবত করুণা দাস ব্রহ্মচারী, নন্দনকানন ইসকন মন্দিরের অধ্যক্ষ পণ্ডিত গদাধর দাস ব্রহ্মচারী, কুমিল্লা ইসকন মন্দিরের অধ্যক্ষ সুদর্শন জগন্নাথ দাস ব্রহ্মচারী, চাঁদপুর মন্দিরের অধ্যক্ষ জগদানন্দ কৃষ্ণ দাস ব্রহ্মচারী, প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের লীলালাজ গৌর দাস ব্রহ্মচারী, সাধারণ সম্পাদক দারুব্রহ্ম জগন্নাথ দাস, রাঙামাটি মন্দিরের অধ্যক্ষ নিতাই নূপুর দাস, নন্দনকানন মন্দিরের সাধারণ সম্পাদক তারণ নিত্যানন্দ দাস, সিলেট মন্দিরের দেবর্ষি শ্রীবাস দাস, নন্দনকানন মন্দিরের যুগ্ম সম্পাদক মুকুন্দ ভক্তি দাস, নগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নির্বাহী সদস্য সুমন চৌধুরী ও পুণ্ডরীক স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মাস্টার অশোক কুমার নাথ।