স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমরা করোনায় আর একটি মুত্যুও চাই না। বাংলাদেশে এখনও করোনায় মুত্যুর সংখ্যা খুব কম। যেখানে ভারতে ৭০ হাজার মানুষ মারা গেছে, আমেরিকায় ২ লাখ মানুষ মারা গেছে, বাংলাদেশে ১৬ কোটি মানুষের মধ্যে ৪ হাজার মানুষ মারা গেছে।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সালামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের পর তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার হলে আমরা দ্রুত পাবো। সামনের দিনগুলোতে আর মাস্ক পরতে হবে না। তবে ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত সবাইকে মাস্ক পরার আহ্বান জানান তিনি।
তিল্লি ইউপি চেয়ারম্যান মো. মুরছালিন বাবুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, গড়পাড়া ইউপি চেয়ারম্যান আফছার উদ্দিন সরকার, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অ্যাড. ওয়াদুদ বাবু।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিয়ার রহমান মিঞা।