বোধনের ‘জাগাও প্রাণের সুপ্ত শক্তি’র ৪০তম পর্ব সম্পন্ন

বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের আয়োজনে শুক্রবার (২৮ আগস্ট) রাত ৮টায় ‘জাগাও প্রাণের সুপ্ত শক্তি’র ৪০তম পর্ব সরাসরি সম্প্রচারিত হয়েছে সংগঠনের ফেইসবুক পেইজে।

- Advertisement -

আবৃত্তিশিল্পী মাইনুল আজম চৌধুরীর সঞ্চালনায় বোধনের আমন্ত্রণে আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী ফয়জুল্লাহ সাঈদ ও ঐশী পাল। আবৃত্তি পরিবেশন করেন বোধনের আবৃত্তিশিল্পী কামাল উদ্দীন জিকু, সুতপা মজুমদার ও মৃত্তিকা চক্রবর্তী।

- Advertisement -google news follower

অনুষ্ঠানে ফয়জুল্লাহ সাঈদ পরিবেশন করেন কৃষ্ণকলি- রবীন্দ্রনাথ ঠাকুর, অভিভাষণ- কাজী নজরুল ইসলাম, স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হল- নিমর্লেন্দু গুণ, অভিশাপ দিচ্ছি- শামসুর রাহমান, আমার পরিচয়- সৈয়দ শামসুল হক, আমার বন্ধু নিরঞ্জন- ভাস্কর চৌধুরী।

এছাড়া ঐশী পাল পরিবেশন করেন ষোল বছর পর- মিহির বিশ্বাস, কবি তোমাকে- সুজন মিঠি, ছবি শুধু ছবি নয়- লুৎফর রহমান রিটন, আগমনী- কাজী নজরুল ইসলাম ও নদী স্বপ্ন- বুদ্ধদেব বসু, কামাল উদ্দীন জিকু পরিবেশন করেন এই সিঁড়ি- রফিক আজাদ, আমাদের মা- হুমায়ুন আজাদ, ব্যক্তিগত ব্যাপার- তসলিমা নাসরিন, মানুষের বুকে এত দীর্ঘশ্বাস- মহাদেব সাহা।

- Advertisement -islamibank

সুতপা মজুমদার পরিবেশন করেন আমি ফিরেছি এই বাংলায়- প্রবীর কুমার পাল, দুঃখবতী মা- তসলিমা নাসরিন, পুরুষ তুমি ছুঁতে চাইলে এমনিভাবে ছোঁবে- নুপুর চক্রবর্তী, তোমায় আমি- জীবনানন্দ দাশ।

মৃত্তিকা চক্রবর্তী পরিবেশন করেন বিকর্ণ- আর্যতীর্থ, বৃষ্টি চিহ্নিত ভালবাসা- আবুল হাসান, বিভৎস- সত্যজিৎ চক্রবর্তী, হৃদয়ের রজনীগন্ধা- গোলাম কিবরিয়া পিনু।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM