করোনাভাইরাস প্রতিরোধক টিকা নিয়ে সুস্থ আছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কন্যা। তাঁর দেহে অ্যান্টিবডি তৈরি হয়েছে বলে জানিয়েছেন পুতিন নিজেই।
রাশিয়া ২৪ সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
সাক্ষাৎকারে পুতিন জানান, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে রাশিয়ার তৈরি আরেকটি টিকা তৈরি হচ্ছে। সেপ্টেম্বর মাসে সেটি প্রস্তুত হয়ে যাবে।
রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে, স্পুৎনিক-৫ হলো বিশ্বে প্রথম করোনাভাইরাস প্রতিরোধক টিকা। গত ১১ আগস্ট এই টিকা আবিষ্কারের ঘোষণা দেন প্রেসিডেন্ট পুতিন। এরপর নিজ মেয়ের শরীরে ওই টিকা প্রয়োগের কথাও জানান তিনি।
বিশ্বে প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক তৈরি করেছিল পূর্বতন সোভিয়েত ইউনিয়ন। সেই ঘটনাকে স্মরণে রেখে মারণ জীবাণু করোনার প্রতিরোধক টিকার নাম রাখা হয়েছে স্পুৎনিক।
প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, এ টিকা প্রতিরোধ ক্ষমতা তৈরি করছে সেটা আমাদের দেশের বিশেষজ্ঞদের কাছে অত্যন্ত স্পষ্ট। এর মাধ্যমে অ্যান্টিবডি তৈরি হয়েছে, যা আমার মেয়ের ক্ষেত্রেও ঘটেছে। এটি ক্ষতিকর নয়। আমার মেয়ে ভালো আছে।