হালদায় অবৈধ ঘেরা জাল জব্দ

হালদা নদীতে অভিযান চালিয়ে সাড়ে ৩ হাজার মিটার অবৈধ ঘেরা জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

- Advertisement -

গত দুই রাতে হাটহাজারীর উত্তর মাদার্শা ইউনিয়নের হালদা নদীর বিভিন্ন অংশে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীন।

- Advertisement -google news follower

জানা গেছে, শুক্রবার ( ২৮ আগস্ট) রাত সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত উত্তর মাদার্শা ইউনিয়নের হালদা নদীর আমতুয়া অংশে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রায় দেড় হাজার মিটার ঘেরা জাল জব্দ করেন। এছাড়া বৃহস্পতিবার রাতে উত্তর মাদার্শা ইউনিয়নের হালদা নদীর বিভিন্ন অংশে অভিযান চালিয়ে দুই হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়।

এ ব্যাপারে ইউএনও রুহুল আমিন জয়নিউজকে বলেন, হালদা নদীতে জাল দিয়ে চুরি করে মাছ শিকার করেন জেলেরা। দুই দিনের অভিযানে প্রায় সাড়ে ৩ হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়। হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসন সজাগ রয়েছে। এ ধরনের অভিযান হালদা নদীতে নিয়মিত অব্যাহত থাকবে।

জয়নিউজ/তালেব/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM