২৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন। রোববার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বাগান বিলাসে জেলার নতুনকুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের পিএসসি ও জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ ২৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে খাগড়াছড়ি সদর জোনের অধিনায়ক লে. কর্নেল মো. আরাফাত হোসেন বলেন, পাহাড়ে শিক্ষার মানকে আরো এগিয়ে নিয়ে যেতে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে।
খাগড়াছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মো. মাকসুদুল আলম ও নতুনকুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের প্রধান শিক্ষক রুশদীনা আখতার জাহান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
পরে অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ২৪ শিক্ষার্থীর হাতে নগদ অর্থ তুলে দেন খাগড়াছড়ি জোন কমান্ডার লে. কর্নেল মো. আরাফাত হোসেন। এছাড়া চট্টগ্রাম সরকারি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র খাগড়াছড়ির আরামবাগ এলাকার মো. মাহমুদুর রহমানের লেখাপড়ার দায়িত্বভার গ্রহণ করে খাগড়াছড়ি জোন।
জয়নিউজ/আরসি