আশুরায় তাজিয়া মিছিলে সিএমপির নিষেধাজ্ঞা

করোনার বিস্তার ঠেকাতে নগরে আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। শনিবার (২৯ আগস্ট) দুপুরে সিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

- Advertisement -

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন পবিত্র আশুরা উদযাপন উপলক্ষ্যে নগরে সকল ধরনের শোক, পাইক ও তাজিয়া মিছিল নিষিদ্ধ করা হয়েছে। তবে ধর্মপ্রাণ নগরবাসী স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবেন।

- Advertisement -google news follower

‘চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় কোনো ধরনের মিছিল করা যাবে না। পাশাপাশি অনুষ্ঠানস্থলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি বহন, আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।’

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সিএমপি। পাশাপাশি নিয়মানুযায়ী অনুষ্ঠান উদযাপনে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান করা হবে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM