সেনাবাহিনীর অবসারপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আদালতে নেওয়া হয়েছে হত্যা মামলার প্রধান আসামি সাবেক ইন্সপেক্টর লিয়াকতকে।
রোববার (৩০ আগস্ট) ১৬৪ ধারায় কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন এ মামলায় প্রধান আসামি লিয়াকত। দুপুর ১২টার দিকে এ হত্যা মামলার তদন্তকারী র্যাবের কর্মকর্তারা লিয়াকতকে আদালতে নিয়ে আসে।
এর আগে, গত ২৬ আগস্ট সিনহা হত্যা মামলায় এপিবিএনের সদস্য আসামি মো. আব্দুল্লাহর স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছিল।
প্রসঙ্গত, অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা মামলায় এখন পর্যন্ত ১৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৭ জন পুলিশ সদস্য ও ৩ জন এপিবিএন সদস্য। বাকি ৩ জন পুলিশের মামলার সাক্ষী।
জয়নিউজ/পিডি