ভিয়েতনাম ফেরত ৮৩ প্রবাসী গ্রেপ্তার

ভিয়েতনাম থেকে ফেরা ৮৩ জন প্রবাসী শ্রমিককে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে নিয়েছে পুলিশ।

- Advertisement -

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসায় কোয়ারেন্টাইন শেষে তাদের গ্রেপ্তার করা হয়।

- Advertisement -google news follower

তুরাগ থানার উপপরিদর্শক আসমা উল হুসনা গণমাধ্যমকে জানান, এই ৮৩ জন বাংলাদেশিকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার ও রিমান্ড-সংক্রান্ত ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তারা ভিয়েতনামে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় শাস্তির মুখোমুখি হয়েছিলেন। ভিয়েতনাম কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। করোনা পরিস্থিতির কারণে তাদের বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে।

এর আগে গত ১৮ আগস্ট ভিয়েতনাম থেকে ১০৬ জন বাংলাদেশি নাগরিককে ঢাকায় ফেরত পাঠানো হয়। করোনা ভাইরাস পরিস্থিতিতে তাদের সবাইকে উত্তরা দিয়াবাড়ী ক্যাম্পে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়। ৩১ আগস্ট কোয়ারেন্টাইন শেষ হয় তাদের। এরমধ্যে ভিয়েতনামে যারা অপরাধ করেছেন, তাদের বিষয়ে বাংলাদেশ পুলিশের কাছে অভিযোগ আসে। সে অনুযায়ী মঙ্গলবার ১০৬ জনের মধ্যে অভিযুক্ত ৮৩ জনকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -islamibank

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM