বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ। বৌদ্ধদের ত্রৈমাসিক বর্ষাবাস যাপনের দ্বিতীয় পূর্ণিমা তিথিতে এই পূর্ণিমা উৎসব উদযাপন করা হয়। দান, সেবা ত্যাগের মহিমায় সমুজ্জ্বল মধু পূর্ণিমা তিথি। ভাদ্র মাসের পূর্ণিমা তিথিকে বলা হয় মধু পূর্ণিমা।
এই দিনটি বৌদ্ধধর্মীয় ইতিহাসে একটি ঐতিহাসিক দিনও। পারিলেয়্য বনে হস্তিরাজ কর্তৃক বুদ্ধের সেবাপ্রাপ্তি এবং বানরের মধুদান এ পূর্ণিমার তাৎপর্যপূর্ণ ঘটনা বহন করে। তাই এ দিনটি সবার কাছে আনন্দ ও উৎসবমুখর একটি দিন।
এ উপলক্ষে মঙ্গলবার(১ সেপ্টেম্বর) নগরের বিহারগুলোতে বুদ্ধ পূজা, সমবেত উপাসনা, সঙ্ঘদানসহ বিভিন্ন ধর্মীয় আচার পালন করা হচ্ছে।
যদিও করোনা মহামারির জন্য এবার মধু পূর্ণিমা পালিত হচ্ছে সীমিত পরিসরে। মঙ্গলবার সকাল থেকে নগরের বৌদ্ধ মন্দিরগুলোতে ভক্তরা আসতে শুরু করেন। পূজা-অর্চনার পাশাপাশি তারা দেশের উন্নতি, সমৃদ্ধি এবং বিশ্বশান্তি কামনা করেন।
নগরের নন্দনকানন বৌদ্ধ বিহার ও কাতালগঞ্জের নবপণ্ডিত বৌদ্ধ বিহার থেকে ছবিগুলো তোলা