হিন্দু বিধবা নারীরা শুধু স্বামীর বসতভিটা নয়, সব সম্পত্তির ভাগ পাবেন বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২ সেপ্টেম্বর) বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরীর একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
এক হিন্দু পরিবারের সম্পত্তির বিষয়ে দায়ের করা মামলায় এ রায় দিলেন উচ্চ আদালত। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন এক হিন্দু বিধবা নারীর আইনজীবী ব্যারিস্টার সৈয়দ নাফিউল ইসলাম।
তিনি বলেন, হিন্দুদের মধ্যে সাধারণত বিধবা নারীরা স্বামীর বসতভিটার মালিকানা লাভ করতেন। আজকের এ রায়ের ফলে হিন্দু বিধবা নারীরা এখন থেকে কৃষিজমিরও ভাগ পাবেন।