আমার অন্তর পড়ে থাকবে চট্টগ্রামে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মাহবুবর রহমান বলেছেন ঢাকায় যাচ্ছি, আসলে যাচ্ছি না, আমার অন্তর পড়ে থাকবে চট্টগ্রামে।

- Advertisement -

তিনি বলেন, পুলিশ এবং সাধারণ মানুষের মাঝে যে দূরত্ব তা আমরা করোনাকালীন সময়ে দূর করতে পেরেছি। নিষ্ঠা আর কর্তব্যপরায়ণতার হাত ধরে নগরের জনসাধারণের জানমালের নিরাপত্তায় শুরু থেকেই সর্বোচ্চ সচেষ্ট ছিলাম।

- Advertisement -google news follower

শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১২টায় নগরের কোতোয়ালি থানার উদ্যোগে সিএমপি কমিশনার মাহবুবর রহমানকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার এ সব কথা বলেন।

আমার অন্তর পড়ে থাকবে চট্টগ্রামে: সিএমপি কমিশনার
সিএমপি কমিশনার মাহবুবর রহমানকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট দেওয়া হচ্ছে

তিনি বলেন, সিএমপির সবপর্যায়ের পুলিশ অফিসাররা সবসময় মানুষের সঙ্গে একাত্ম হয়ে কাজ করেন, এটা আমি দেখেছি।

- Advertisement -islamibank

এসময় সিএমপি কমিশনার মাহবুবর রহমান কোতোয়ালি থানায় নান্দনিক গেট ও ‘ হ্যালো এম্বুল্যান্স ‘ নামের এ সেবা উদ্বোধন করেন।

এতে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অর্থ ও প্রশাসন) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (সদর) আমির জাফর, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক (উত্তর) মিলন মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আব্দুর রউফ ও সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) নোবেল চাকমা।

উল্লেখ্য, সিএমপি কমিশনার মাহবুবর রহমান শিল্পাঞ্চল পুলিশের উপ-মহাপরিদর্শক পদে বদলি হয়েছেন।

জয়নিউজ/হিমেল/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM