রাস্তা অবরোধ করে খাতুনগঞ্জে পেঁয়াজ আড়তদারদের বিক্ষোভ

নগরের খাতুনগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পেঁয়াজ আড়তদাররা।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে আড়তদারেরা দোকান বন্ধ রেখে রাস্তায় এ বিক্ষোভ শুরু করে।

- Advertisement -

আউল আরাফাত প্রতিষ্ঠানের মালিক আজগর হোসেন জয়নিউজকে বলেন, জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত প্রতিদিন প্রতিদিন এখানে এসে জরিমানা করছে। এভাবে তো চলা যায় না। আমরা প্রতিকেজি পেয়াজ কিনি ৪০ টাকায় যদি তা ৫০ টাকায় বিক্রি করতে না পারি আমরা পেট চালাবো কি করে? আদার বস্তা ৪ হাজার টাকা। প্রতি বস্তায় লাভ হয় ৩০ টাকা। এর উপর যদি প্রতিদিন জরিমানা দিতে হয় তাহলে তো আমাদের পেটে লাথি পরবে।

- Advertisement -google news follower

প্রসঙ্গত, দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে গত দুই সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজি প্রতি ২০ থেকে ২৫ টাকা বেড়েছে। এছাড়া কেজিতে রসুন ও আদার দামও উর্ধগতি। অভিযোগ রয়েছে, আড়তদারদের অসাধু সিন্ডিকেটের কারণেই খুচরা বাজারে পেঁয়াজ, রসুন ও আদার দাম বাড়ছে। আর এ অসাধু সিন্ডিকেট ভাঙতে খাতুনগঞ্জের আড়তগুলোতে অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত।
জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM