রাউজানে চলতি মাসেই ১০ টাকা কেজির চাল

রাউজানে চলতি মাস থেকেই ১০ টাকা কেজি দরে চাল বিতরণ করা হবে। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উপজেলার ১৪টি ইউনিয়নের ৩ হাজার ৬৪২ জন হতদরিদ্র পরিবার এ সুবিধা পাবে।

- Advertisement -

জানা গেছে, প্রতিটি দরিদ্র পরিবার প্রতি মাসে ৩০ কেজি চাল কিনতে পারবে। প্রতিটি ইউনিয়নে থাকা খাদ্য বিভাগের ডিলারদের থেকে তারা চাল কিনবেন। চলতি সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে নভেম্বর পর্যন্ত। প্রতি সপ্তাহের সোমবার, মঙ্গলবার ও বুধবার ১৪টি ইউনিয়নের ১৪ জন ডিলার কার্ডধারী দরিদ্র পরিবারের সদস্যদের কাছে চাল বিক্রি করবেন।

- Advertisement -google news follower

এদিকে এ উপলক্ষে আজ (৭ সেপ্টেম্বর) রাউজান উপজেলা পরিষদ হলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা তরুন কান্তি চাকমার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, সমবায় কর্মকর্তা মুজিবুর রহমান খান, মৎস্য কর্মকর্তা পিযুষ প্রভাকর, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্ল্যাহ আল মামুন, পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিউল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুস, উপজেলা কৃষি কর্মকর্তা শাব্বির আহম্মদ ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রহমত উল্ল্যাহ।

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM