ফ্লাই দুবাই: করোনা আক্রান্ত যাত্রীকে দেড় কোটি টাকা!

করোনার এই সময়ে নতুন এক ঘোষণা দিয়েছে ফ্লাই দুবাই। সংযুক্ত আরব আমিরাতের এয়ারলাইন্স ফ্লাই দুবাইয়ে ভ্রমণ করে কোনো যাত্রী করোনায় আক্রান্ত হলে সেই যাত্রীকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে এক লাখ ৭৬ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দেড় কোটি টাকা।

- Advertisement -

সোমবার (৭ সেপ্টেম্বর) এ ঘোষণা দেয় ফ্লাই দুবাই কর্তৃপক্ষ।

- Advertisement -google news follower

এক বিবৃতিতে তারা জানায়, ফ্লাই দুবাইয়ের ফ্লাইটে ভ্রমণ করার ৩১ দিনের মধ্যে কোনো যাত্রীর করোনা শনাক্ত হলে সেই যাত্রীকে দেড় কোটি টাকা দেওয়া হবে। এছাড়া করোনায় আক্রান্ত যাত্রীকে কোয়ারেন্টাইনে থাকার খরচ হিসাবে ১৪ দিন দৈনিক ১১৭ মার্কিন ডলার করে দেওয়া হবে।

এর আগে সংযুক্ত আরব আমিরাতের আরেক উড়োজাহাজ সংস্থা এমিরেটস এয়ারলাইন্স এ ধরনের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছিল।

- Advertisement -islamibank

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM