বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সন্ত্রাসীদের আস্তানা থেকে ৮টি দেশি অস্ত্র (একনলা বন্দুক) ও ১টি এসবিবিএল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর)) এসব অস্ত্র উদ্ধার করে বিজিবি।
জানা যায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের লেদুরমুখ এলাকার সন্ত্রাসী আস্তানায় অভিযান চালানো হয়। এ সময় আস্তানা থেকে পরিত্যক্ত অবস্থায় ৮টি একনলা বন্দুক, সন্ত্রাসীদের ব্যবহৃত ১টি এসবিবিএল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল শাহ আবদুল আজিজ আহমদ বলেন, গোপন সূত্রে আগ্নেয়াস্ত্র মজুদের খবর পেয়ে পাহাড়ের অরণ্যে একটি আস্তানায় অভিযান চালানো হয়। অভিযানে ৮টি অস্ত্রসহ সন্ত্রাসীদের ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় দেশের সার্বভৌমত্ব নিরাপদ রাখতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এর আগে ৪ সেপ্টেম্বর একই ইউনিয়নের মামাভাগিনার ঝিরি থেকে আরো ৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল বিজিবি।
জয়নিউজ/আলাউদ্দিন শাহরিয়ার