চবি উপাচার্য ও ইউজিসির নবনিযুক্ত সদস্যের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নবনিযুক্ত পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আবু তাহের সৌজন্য সাক্ষাৎ করেছেন।

- Advertisement -

৮ সেপ্টেম্বর দুপুর পৌনে ২টায় চবি উপাচার্যের অফিস কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এস এম সালামত উল্যা ভূঁইয়া, সাবেক ডিন প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের সভাপতি প্রফেসর ড. সুলতান আহমেদ, ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. সাহিদুর রহমান, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি ও শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ শাহনেওয়াজ মাহমুদ সোহেল, ব্যুরো অব বিজনেস রিসার্চ চেয়ারম্যান এবং সিইউসিবিএ’র পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ মুয়াজ্জম হোসেন ও প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া।

- Advertisement -google news follower

পূর্ণকালীন সদস্য হওয়ায় প্রফেসর ড. মোহাম্মদ আবু তাহেরকে অভিনন্দন জানিয়ে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান চবি উপাচার্য। চবি উপাচার্য বলেন, প্রফেসর ড. মোহাম্মদ আবু তাহের যেভাবে তাঁর সততা, দক্ষতা ও আন্তরিকতা দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সহযোগিতা করেছেন তেমনি ইউজিসি’র নতুন দায়িত্বও তিনি সফলতার সাথে পালন করতে সক্ষম হবেন।

এদিকে প্রফেসর ড. মোহাম্মদ আবু তাহের ইউজিসির পক্ষ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে সার্বিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।

- Advertisement -islamibank

এর আগে দুপর দেড়টায় চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারকে নিয়ে চবি বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রফেসর ড. মোহাম্মদ আবু তাহের ।

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM