চবির সিনেট অধিবেশন কাল, যুক্ত থাকা যাবে ভার্চুয়ালিও

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৩২তম বার্ষিক সিনেট অধিবেশন অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার (১৩ সেপ্টেম্বর)।

- Advertisement -

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে সকাল ১০ টায় এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

- Advertisement -google news follower

এবারের সিনেট অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ অর্থবছরের ৩৫১ কোটি ৮৫ লাখ টাকার বাজেট উপস্থাপন এবং বছরব্যাপী চলা বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে। করোনা পরিস্থিতিতে সিনেট অধিবেশনে স্বশরীরে উপস্থিত থাকতে না পারলে ভার্চুয়ালি যুক্ত থাকতে পারবেন সিনেটররা।

এ বিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এসএম মনিরুল হাসান জানান, স্বাস্থ্যবিধি মেনেই বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশন অনুষ্ঠিত হবে। করোনা পরিস্থিতির কারণে যারা উপস্থিত হতে পারবেন না, তারা অনলাইনে অংশ নিবেন। প্রতিবছর জুন মাসে সিনেট অধিবেশন অনুষ্ঠিত হলেও করোনা পরিস্থিতির কারণে এবছর একটু দেরিতে আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM