শাহ আমানতে চাকরি স্থায়ীর দাবিতে কর্মবিরতি

চাকরি স্থায়ী করার দাবিতে ঢাকার সঙ্গে একাত্মতা করে কর্মবিরতি পালন করেছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যাজুয়াল শ্রমিকরা।

- Advertisement -

রোববার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিমান কর্মচারীরা কর্মস্থলে না গিয়ে এ কর্মবিরতি পালন করে।

- Advertisement -google news follower

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার সারোয়ার ই জাহান জয়নিউজকে বলেন, সকাল থেকে শাহ আমানত বিমানবন্দরের ক্যাজুয়াল শ্রমিকরা কর্মস্থলে না গিয়ে কর্মবিরতি পালন করে। তবে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক ছিল। ক্যাজুয়াল শ্রমিকরা তাদের চাকরি স্থায়ীর দাবিতে এ কর্মবিরতি পালন করেছে। এখন সমস্যার সমাধান হয়ে গেছে। তারা কর্মবিরতি প্রত্যাহার করেছে।

গত ১৮ সেপ্টেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সভায় বিমানের ৭০০ জন ক্যাজুয়াল কর্মজীবীর চাকরি স্থায়ী হলেও অস্থায়ী থেকে যায় আরো ১ হাজার ৮০০ জনের চাকরি।

- Advertisement -islamibank

জয়নিউজ/ফয়সাল

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM