চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পরিসংখ্যান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ফারসিম মান্নান আকাশের দু’টি কিডনি অকেজো হয়ে গেছে। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। অসুস্থ আকাশের অর্থ জোগাতে বন্ধুরা ছুটছে এ দ্বার- ও দ্বার।
ডাক্তাররা জানিয়েছেন, তার দ্রুত উন্নত চিকিৎসার প্রয়োজন। এজন্য প্রায় ২৫-৩০ লক্ষ টাকা লাগবে। আকাশের বন্ধুরা এ দাবি নিয়ে যায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের কাছে।
এসময় আকাশের অসুস্থতার বিবরণ শোনেন মেয়র। ব্যক্তিগত উদ্যোগে আকাশের চিকিৎসা সহায়তায় ৫০ হাজার টাকা অনুদান দেন তিনি।
চবি পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগ নেতা মিজানুর রহমান বিপুল জানান, আকাশের বন্ধু আর বড় ভাই-বোনেরা মিলে মেয়রের কাছে যাই। তিনি ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন।
জয়নিউজ/জুলফিকার