ফের অস্থির পেঁয়াজের বাজার

হঠাৎ করে ভারত পেয়াঁজ রপ্তানি বন্ধ করায় বাজার বেড়েছে পেয়াঁজের দাম। দেশের বৃহত্তম ভোগ্যপণ্যের পাইকারী বাজার খাতুমগঞ্জে পেয়াঁজ কেজিতে বেড়েছে ২২ টাকা। এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও।

- Advertisement -

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে এ তথ্য জানান খাতুমগঞ্জের আড়তদাররা।

- Advertisement -google news follower

তারা জানান, দুইদিন আগে প্রতিকেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছিলো ৩৮ টাকায়। সেই পেঁয়াজ আজ মঙ্গলবার বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬০ টাকা। দেশি পেয়াঁজ বিক্রি হচ্ছে ৭৫টাকায়।

খাতুমগঞ্জের পেঁয়াজ ব্যবসায়ী আউল আরাফাতের প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী আজগর হোসেন জয়নিউকে বলেন, ভারতীর পেয়াঁজের আমদানি হঠাৎ বন্ধ করে দেওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে। দুইদিন আগে ভারতীয় পেঁয়াজ ৩৮ টাকায় বিক্রি হয়েছে  মঙ্গলবার সকাল হতে ৫৮ থেকে ৬০ টাকায়। আগামীকাল থেকে তা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছি।

- Advertisement -islamibank

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM