বুধবার থেকে যাত্রী ভর্তি করেই চলবে ট্রেন

এখন থেকে ট্রেনে কোনো আসন আর ফাঁকা রাখা হবে না। যাত্রী ভর্তি করেই চলবে ট্রেন। আগামীকাল (বুধবার) থেকে শতভাগ আসনে যাত্রী ওঠানো হবে।

- Advertisement -

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এই সিদ্ধান্ত নিয়েছে। একটি সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে।

- Advertisement -google news follower

সিদ্ধান্ত অনুযায়ী কাল থেকে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি করা হবে। এর মধ্যে ৫০ ভাগ টিকিট অনলাইনে এবং ৫০ ভাগ টিকিট স্টেশনের কাউন্টার থেকে বিক্রি করা হবে।

করোনা পরিস্থিতির কারণে ৩১ মে থেকে ট্রেনের ৫০ ভাগ আসন ফাঁকা রাখা হচ্ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সব আসনের টিকিটই বিক্রি করা হবে। রেলওয়ে সূত্র জানায়, কাল থেকে সারা দেশের বিভিন্ন গন্তব্যে দিনে ২১৮টি ট্রেন চলবে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM