জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা সোমবার (১ অক্টোবর) সকাল সোয়া ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে তিনি তার সরকারি বাসভবন গণভবনে যান। সেখানে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়।
যুক্তরাষ্ট্রে সপ্তাহব্যাপী সফর শেষে নিউইয়র্ক থেকে প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের লন্ডনে আসেন। সেখানে যাত্রাবিরতি নিয়ে রোববার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার উদ্দেশে লন্ডন ত্যাগ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে ভাষণ দেন এবং জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন।
অধিবেশনের পাশাপাশি নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা, এস্তোনিয়ার প্রেসিডেন্ট ক্রেস্টি কালজুলেইদ এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেইওর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সংবর্ধনা সভায়ও তিনি যোগ দেন।
জয়নিউজ