রাউজানে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

রাউজানে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ) দুপুরে  ফকিরহাট বাজার ও জলিলনগরে এই অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। এতে সহায়তা করে রাউজান থানা পুলিশ।

- Advertisement -google news follower

গহিরা চৌমুহনী বাজারে ৬৫ টাকা কেজির পেঁয়াজ ৭৫ টাকা বিক্রির দায়ে ফকির হাটের খাজা স্টোরের শাহ্জাহানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিন্ন অভিযোগে অনিল ষ্টোরের বাম্পুকে ৫ হাজার টাকা এবং মদিনা ষ্টোরের মালিক আবদুল নবীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও জোনায়েদ কবির সোহাগ জয়নিউজকে বলেন, পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী পেঁয়াজের কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা করছেন। বাজার নিয়ন্ত্রণে এই অভিযান অব্যাহত থাকবে।

- Advertisement -islamibank

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM