সবজির বাজারে গত সপ্তাহের চেযে দাম সামান্য কমেছে। ক্রেতাদের অভিযোগ, বাজারে পর্যাপ্ত সবজি থাকলেও দাম সে অনুপাতে কমেনি।
এজন্য বিক্রেতা দুষছেন পাইকারী বাজারে সবজির দাম বৃদ্ধিকে। তারা বলছেন, পাইকারী বাজার থেকে বাড়তি দামে কেনার ফলে খুচরা বাজারেও দাম খুব একটা কমেনি।
তবে মাছ ও মাংসের বাজারের দাম স্বাভাবিক থাকায় এখানে কিছুটা স্বস্তিতে রয়েছেন ক্রেতারা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রিয়াজউদ্দিন বাজার, চকবাজার, কাজীর দেউড়ি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।
বাজারে প্রতি কেজিতে কাকরোল ৬০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, কাঁচা মরিচ ৭০ থেকে ৮০ টাকা, শসা ৪০ টাকা, পটল ৪০ টাকা, গাজর ৮০ টাকা, বেগুন ৬০ টাকা, মিষ্টি কুমড়া ২৫ টাকা, টমেটো ১২০ টাকা, আলু ৩৫ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা।
গত সপ্তাহের দামে বিক্রি হচ্ছে মাছ। প্রতিকেজি লইট্যা ৯০-১২০ টাকা, ইলিশ ৪শ থেকে ৬শ টাকা, চিংড়ি ৬০০ থেকে ৭০০ টাকা, তেলাপিয়া ১২০ টাকা, রুই ১৫০ থেকে ১৮০ টাকা, কাতাল ২০০ থেকে ২৫০ টাকা বিক্রি হচ্ছে।
এছাড়া প্রতিকেজি ব্রয়লার মুরগি ১২০ টাকা, সোনালী ১৯০ টাকা, পাকিস্তানি লেয়ার ২৫০ টাকায়। গরুর মাংস ৭০০ টাকা ও খাসির মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজি দরে। ফার্মের ডিম প্রতি ডজন ১০০ টাকা, দেশি মুরগির ডিম ১৫০ টাকা।
জয়নিউজ/হিমেল/পিডি